জেলা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৪, ০২:৩১ পিএম
রাজশাহীর বাঘায় দু’মাস আগে বিয়ে করা নববধূ বাপের বাড়ি চলে যাওয়ায় স্বামী নাঈম হোসেন (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তিনি বিয়ে করেন। তবে তার নববধূ বাবার বাসায় চলে যাওয়ায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
নাঈম হোসেন উপজেলা বাউসা ইউনিয়নের দিঘা এলাকার আঠালিপাড়া গ্রামের মোহাম্মদ নান্নু আলীর ছেলে।
স্থানীয়রা জানান, টাঙ্গাইলে একটি ফ্যাক্টরিতে চাকরি করতেন নাঈম। তিন মাস আগে তার বিয়ে হয়। গত দু’মাস আগে তার বউ চলে গেছে। নাঈমের প্রসবের ইনফেকশন ছিল।
রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। এসব বিভিন্ন কারণে মানসিক সমস্যায় ছিলেন তিনি।
শুক্রবার নিজ শয়ন কক্ষের টিনশেড ঘরের বাঁশের সঙ্গে দড়ি বেঁধে ঝুলন্ত মৃত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। তার ঘরে এখনও বিয়ের স্টিকার ঝুলানো রয়েছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গত দু’মাস আগে নাঈমের বউ চলে যায়। বিভিন্ন কারণে তিনি মানসিক সমস্যায় ছিলেন। এ ঘটনায় বাঘা থানায় একটি অপমৃত্যুর মামলা হচ্ছে। কারও কোনো অভিযোগ না থাকায় লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয়।
প্রতিনিধি/এসএস