জেলা প্রতিনিধি
১২ জানুয়ারি ২০২৪, ০৪:২৩ পিএম
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালকসহ দুই জন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের সামনের এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (১২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম।
নিহতরা হলেন, মোটরসাইকেল আরোহী মেহেদী হাওলাদার এবং ভ্যানচালক আবু বক্কর সিদ্দীক বাবু খান (২৫)। মেহেদী আগৈলঝাড়া উপজেলার পূর্ব কাঠিরা গ্রামের শাহিন হাওলাদারের ছেলে এবং কোটালিপাড়ার বান্ধাবাড়ী এলাকার বাসিন্দা ভ্যানচালক বাবু।
পুলিশ জানান, চালক বাবু খান তার ভ্যান নিয়ে আগৈলঝাড়া থেকে কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ির দিকে যাচ্ছিলেন। তার ভ্যানটি আগৈলঝাড়া সাব রেজিস্ট্রার অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মেহেদী ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ভ্যানচালক বাবু ও সাইকেল চালক সাকিব খান আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যান।
এস আই নুরে আলম বলেন, দুর্ঘটনা কবলিত যানগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/ এজে