images

সারাদেশ

খালেদা জিয়ার বহিষ্কৃত উপদেষ্টা একরামুজ্জামান জয়ী

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি ২০২৪, ০১:০৩ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে খালেদা জিয়ার বহিষ্কৃত উপদেষ্টা একরামুজ্জামান নির্বাচিত হয়েছেন। রোববার (৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান তার কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন একরামুজ্জামান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদরুদ্দোজা ফরহাদ হোসেন সংগ্রাম নৌকা প্রতীক পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট।

আরও পড়ুন

নির্বাচনে মোট ৫৪ দশমিক ৬১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়; একটানা চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা।

একরামুজ্জামান বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মোট ভোটার ২ লাখ ৫২ হাজার ৫৪৭ জন। আসনটির ৭৯ভোট কেন্দ্রের ৪৮০টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।

এইউ