images

সারাদেশ

অসুস্থ মায়ের ইচ্ছে পূরণে ভোটকেন্দ্রে নিয়ে আসলেন ছেলে

জেলা প্রতিনিধি

০৭ জানুয়ারি ২০২৪, ০২:০৪ পিএম

হুইল চেয়ারে এসে ভোট দিলেন ৬০ বছরের প্যারালাইজড রোগী জোবেদা বেগম। তিনি নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের প্রেমতলা গ্রামের মজিদ খালাসির স্ত্রী। প্রায় ৭ বছর অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। ছেলে নজরুল ইসলামের সহায়তায় হুইল চেয়ারে বসে ভোট দিতে আসেন কেন্দ্রে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়িয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিহারিলাল উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রে তিনি ভোট দিয়েছেন।

sariyatpur

জোবেদা বেগমের ছেলে নজরুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, আমার মা দীর্ঘ ৭ বছর অসুস্থ হয়ে ঘরে পড়ে আছেন। মাঝে মাঝে আমরা তাকে হুইল চেয়ারে করে বাইরে বের করি। ভোটের কথা শুনে আমার মা ভোট দিবে বলে বায়না ধরেন। তাই মাকে হুইল চেয়ারে করে ভোটকেন্দ্রে নিয়ে আসি। মা ভোট দিতে পেরে খুবই খুশি।

জোবেদা বেগম ঢাকা মেইলকে বলেন, আমি প্রায় সাত বছর হলো অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকি। বাইরে আসার জন্য মনটা আনচান করে। বাসায় শুয়ে থেকে জানতে পারি দেশে নির্বাচন আসছে। তখন থেকেই আমার ভোট দেওয়ার ইচ্ছা জাগে। তাই ছেলের সহায়তায় হুইল চেয়ার করে ভোট দিতে এসেছি। ভোট দিতে পেরে আমার খুব ভালো লাগছে।

প্রতিনিধি/এসএস