জেলা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২৪, ০৩:৩৫ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ বিরোধীদের ডাকা হরতালকে উপেক্ষা করে টানা কয়েক দিনের ছুটিতে কর্মজীবিরা বাড়ি ফিরছেন। এই সুযোগে চলাচলরত পরিবহনগুলো যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। ফলে বিপাকে পড়া অনেকে খোলা ট্রাক ও পিকআপযোগে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন।
সরেজমিনে শনিবার (৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন, এলেঙ্গা ও টাঙ্গাইলের রাবনা বাইপাস বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা গেছে- উত্তবঙ্গগামী অসংখ্য যাত্রী পরিবার নিয়ে বাসের জন্য অপেক্ষা করছে। সড়কে দূরপাল্লার পরিবহন কম থাকায় বিপাকে পড়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে অপেক্ষারত নাটোরগামী ওয়ালটনকর্মী জাহিদ হাসান বলেন,‘জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি পেয়েছি। তাই প্রথম ভোট দেওয়ার জন্য বাড়ি যাচ্ছি। কিন্তু হরতালের কারণে সড়কে পরিবহন কম চলাচল করায় বিপাকে পড়েছি। তারমধ্যে কয়েকগুণ বাড়তি ভাড়া আদায় করছেন পরিবহন শ্রমিকরা।’
পাবনাগামী পোশাককর্মী রত্না বেগম বলেন, ‘পরিবার নিয়ে ভোট দেওয়ার জন্য বাড়িতে যাচ্ছি। হরতালের কারণে সড়কে যানবাহন খুব কম চলাচল করছে। কয়েকটি পরিহন পরিবর্তন করে নেমেছি। এখন এলেঙ্গা এসে গাড়ি পাচ্ছি না। যা পাচ্ছি সেগুলোতে ভাড়া বেশি নিচ্ছেন। তাই বাধ্য হয়ে খোলা ট্রাকে যাওয়ার জন্য চেষ্টা করছি।’
পিকআপ চালক হারুন মিয়া বলেন, ‘হরতালের কারণে স্বাভাবিকের তুলনায় সড়কে পরিবহন চলাচল কম করছে। দূরপাল্লার পরিবহন দেখা মিলছে না। শুক্রবার রাতে গাজীপুরের কোনাবাড়ী কাঁচা মাল নিয়ে গিয়ে ছিলাম। পরে ফেরার পথে সেতু পূর্ব থেকে বাড়ি ফেরা লোকজনকে নিয়ে যাচ্ছি। অতিরিক্ত কিছু টাকা বাড়তি নেওয়া হচ্ছে।’
এদিকে, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে পরিবহন না পেয়ে অনেকে মোটরসাইকেলযোগে সেতু পারাপার হচ্ছেন। জনপ্রতি ১০০-১২০ টাকা করে ভাড়া নিচ্ছেন মোরটসাইকেল শ্রমিকরা। সেতু প‚র্ব রেলস্টেশন থেকে সিরাজগঞ্জের কড্ডামোড় পর্যন্ত মোটরসাইলে যাচ্ছেন যাত্রীরা। পরে সেখান থেকে ছোট ছোট পরিবহনে গন্তব্যে যাচ্ছেন।’
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর আশরাফ বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নাশকতার আশঙ্কা নেই। পরিবহন চলাচল স্বাভাবিক। মহাসড়কের গুরুত্বপ‚র্ণ স্থাানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া পরিবহনে অতিরিক্ত ভাড়া নেয়ার বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থাা নেওয়া হবে।’
প্রতিনিধি/একেবি