images

সারাদেশ

চুয়াডাঙ্গা আসমানখালী বাজারে আগুন

জেলা প্রতিনিধি

০৪ জানুয়ারি ২০২৪, ০১:৫৩ পিএম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা আসমানখালী বাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আসমানখালী বাজারে পান ও পাটকাঠির হাটে এই আগুন লাগার ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী কর্মকর্তা রফিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ করে আগুনের কুণ্ডলি দেখা যায়। সেই আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে পাটকাটির বাজারে। বাজারের বিভিন্ন জায়গাজুড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

চুয়াডাঙ্গা ফায়ার ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী কর্মকর্তা রফিকুজ্জামান জানান, চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার দু’টি করে মোট ৪টি ইউনিট কাজ করছে। প্রয়োজনে আরও কয়েকটি ইউনিট ডাকা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে পাটকাঠির গাদা থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রন করা এবং আগুন যাতে লোকালয় বা পান বরজে ছড়াতে না পারে সেজন্য চেষ্টা করা হচ্ছে।

এমইউ