images

সারাদেশ

পথচারীর পা‌খি প্রেম, ফের আকা‌শে উড়‌বে মদনটাক

রেজওয়ান সিদ্দিকী অর্ণ

৩০ ডিসেম্বর ২০২৩, ০১:৪৪ পিএম

শিকা‌রির গু‌লি‌তে আহত হারগিলা (মদনটাক) এক‌টি পা‌খি‌ রাস্তায় প‌ড়ে‌ছিল। সে‌টি দেখ‌তে পান ওই পথ ধ‌রে যাওয়া জহুরুল ইসলাম লিটু না‌মে এক ব‌্যক্তি। বিষয়‌টি তার হৃদ‌য়ে নাড়া দেয়। প‌রে আহত পা‌খি‌টি‌কে নি‌য়ে ছু‌টে যান জেলা প্রাণ‌ী সম্পদ হাসপাতা‌লে। এমন মান‌বিকতার দৃষ্টান্ত স্থাপন ক‌রে প্রশংসায় ভাস‌ছেন কু‌ড়িগ্রা‌মের জহুরুল।

কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আল মামুন জানান, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে আহত অবস্থায় জহুরুল ইসলাম লিটু না‌মে ওই ব‌্যক্তি হাড়গিলা (মদনটাক) পাখিটা‌কে নি‌য়ে আসেন। খবর পে‌য়ে হাসপাতা‌লে এসে পা‌খিটা‌কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পা‌খি‌ উদ্ধারকারী জহুরুল ইসলাম লিটু জানান, তিনি পেশায় একজন ঠিকাদার। কাজের উদ্দে‌শে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে গিয়েছিলেন। শুক্রবার সন্ধ‌্যায় হারগিলা (মদনটাক) পাখিটি‌কে আহত অবস্থায় রাস্তায় প‌ড়ে থাক‌তে দে‌খেন। তার ধারণা কেউ হয়তো পাখিটিকে গুলি করেছে। প‌রে কুড়িগ্রাম জেলা প্রাণী সম্পদ হাসপাতা‌লে নি‌য়ে চিকিৎসা দেওয়া হ‌য়।

তি‌নি আরো জানান, ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছেন। পাখিটি আমার হেফাজতে র‌য়ে‌ছে। সুস্থ হলে ছেড়ে দিব।

কুড়িগ্রাম সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আল মামুন বলেন, আহত হারগিলা (মদনটাক) পাখিটিকে আমরা প্রাথমিক চিকিৎসা ও কিছু ওষুধ লিখে দিয়েছি। আশা করা হচ্ছে পাখিটি স্বাভাবিক হবে।

প্রতিনিধি/একেবি