images

সারাদেশ

লাঙ্গলের প্রার্থীকে দ্বিগুণ ভোটে বিজয়ী করার আহ্বান আ.লীগ নেতার

জেলা প্রতিনিধি

৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:৩২ এএম

images

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব বলেছেন, মহান জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হচ্ছে জাতীয় পার্টি। জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ রয়েছে। এটি সবাই জানে। প্রধানমন্ত্রী ঠাকুরগাঁও-৩ আসনটি পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হককে দীর্ঘ ২৩ বছর পরে নৌকার মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু পরে আবার দলীয় সিদ্ধান্তে ও প্রধানমন্ত্রীর নির্দেশে তা প্রত্যাহার করেছেন । আসনটি জাতীয় পার্টির হাফিজ উদ্দিনকে ছেড়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এই আসনে লাঙ্গল মার্কায় ভোট দেওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। তাই এই আসনের মানুষকে লাঙ্গল মার্কার প্রার্থীকে দ্বিগুণ ভোটে জয়যুক্ত করার অনুরোধ করছি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদের পক্ষে পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে লোহাগাড়া বাজারে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি-জামায়াতের সমর্থকদের চ্যালেঞ্জ করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব বলেন, বিএনপি-জামায়াতের মানুষেরা চায়ের দোকানে বলে বেড়াচ্ছে আওয়ামী লীগের লোকজন টাকার বিনিময়ে লাঙ্গলের নির্বাচন করছে। আমরা টাকার বিনিময়ে রাজনীতি করি না। আমরা আদর্শের রাজনীতি করি। জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, আমরা সেই নির্দেশ পালন করছি।

১৪ দল ও জাতীয় পার্টি আওয়ামী লীগের শরিক দল উল্লেখ করে তিনি বলেন, ১৪ দলের ঝামেলা অনেক আগেই মিটিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। ১৪ দলের রাশেদ খান মেননকে দুটি আসন ছেড়ে দিয়েছেন। রাশেদ খান মেনন ওয়ার্কার্স পার্টির প্রধান হয়ে তিনি নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছেন। কিন্তু আমাদের এখানে হাতুড়ি মার্কা নিয়ে দাঁড়িয়েছেন গোপাল চন্দ্র রায়। তাতেও আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা কখনো তাদের বলতে যাইনি আমরা হিন্দু না মুসলমান। ৩০ লাখ মানুষের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। কে হিন্দু কে মুসলিম এই বিভেদ কোনোদিন বঙ্গবন্ধু করেননি। তারই উত্তরসূরি আমরা যারা আওয়ামী লীগ করি। আমরা এটি করতে চাই না এবং এটি করতেও দেব না। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এক সাথে থাকতে চাই। তাই আমরা দলীয় নেত্রীর ও দলীয় নেতাকর্মীদের সিদ্ধান্ত অমান্য করব না। যেটি এখন লাঙ্গল সেটিই এখন আমাদের নৌকা। আমরা তাই লাঙ্গলের নির্বাচন করব এবং নির্বাচনকে উৎসবমুখর করবো ও করতে হবে।

সভায় উপস্থিত সবাইকে স্মরণ করে দিয়ে এই নেতা বলেন, ওই যে বিএনপির লোকজনরা ধান ক্ষেতে ঘুমাচ্ছে না! যদি শেখ হাসিনা ক্ষমতায় না আসতে পারেন তাহলে আপনাদেরও ধান ক্ষেতে ঘুমাতে হবে। যদি ধান ক্ষেতে ঘুমাতে না চান তাহলে আসেন সবাই লাঙ্গলে ভোট দিই এবং আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করি। তাকে প্রধানমন্ত্রী করলে আমাদের উন্নয়ন হবে। তাই তিনি সবাইকে সাইকেল, মোটরসাইকেল ও গাড়িতে ঝান্ডা লাগিয়ে প্রকাশ্যে ভোট করে বিপুল ভোটে জাতীয় পার্টির হাফিজ উদ্দিনকে জয় করার অনুরোধ করেন।

সভায় খনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সহিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক মেয়র কাশিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতারুল হক ধ্রুব, জাতীয় পার্টির খনগাঁও ইউনিয়নের সভাপতি মাহাবুব জামিল ও সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়।

প্রতিনিধি/জেবি