জেলা প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৩, ০৭:২৫ পিএম
সাকিব আল হাসানের নির্বাচন উপলক্ষে এক ঝাক তারকা ক্রিকেটার মাগুরা এসে ক্রিকেট খেললেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে মাগুরা নোমানী ময়দানে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচে সাকিব আল হাসান উপস্থিত থেকে দর্শকের সঙ্গে কুশল বিনিময় করেন।
সাকিবের নির্বাচনী প্রচারণায় সকালে নোমানী ময়দানে জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, মাগরার আয়োজনে তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল অপু, নাইম ইসলাম, মেহেদী হাসান রানাসহ ঢাকা থেকে আগত ক্রিকেট একাদশ বনাম জেলা ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, মাগরা অংশগ্রহণ করে।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সাকিবের কোচ নাজমুল আবেদীন ফাহিম ও কোচ মো. সালাউদ্দিন। সাকিব আল হাসান মাঠ প্রদক্ষিণ করে দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নৌকার পক্ষে ভোট চান এবং আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রতিনিধি/এসএস