images

সারাদেশ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৯ এএম

images

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (২৪ ডিসেম্বর) ভোর ৪টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয় বলে জানান বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব‍্যবস্থাপক আলীম দাইয়্যান। কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হবে বলে জানান তিনি।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে অর্ধশত যানবাহন। এরমধ্যে যাত্রীবাহী বাস ও পণ্য বোঝাই ট্রাকসহ ছোট বড় বিভিন্ন যানবাহন রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। 

আলীম দাইয়্যান বলেন, শনিবার সন্ধ্যা থেকেই কুয়াশা পড়তে ছিল। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে ঘন কুয়াশায় নদী পথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।


প্রতিনিধি/একেবি