জেলা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৩, ০৩:২৫ পিএম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সরকারি কলেজ মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় গোলাম মোস্তফা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে কলেজ মোড় পৌর বিজয় মেলার সামনে দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা রুমি কুচলীবাড়ী শমসেরপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, কলেজ মোড়ের পাশে শুরু হওয়া পৌর বাণিজ্য মেলার ফটকের সামনের সড়কে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলতে থাকেন মোস্তফা।
এসময় পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৭০২৫৬) চালু (স্টার্ট) করে চালক দ্রুত গতিতে নিয়ে যাওয়ার সময় মোস্তফাকে ধাক্কা দেয়। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান মোস্তফা।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ দুর্ঘটনা ও নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়টি বড়খাতা হাইওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
প্রতিনিধি/ এজে