images

সারাদেশ

শামীম হক প্রার্থিতা ফিরে পাওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:৩২ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের প্রার্থীতা আপিল বিভাগ থেকে বৈধ হওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর শহরে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে শামীম হকের সমর্থনে নেতাকর্মীরা নৌকার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

সময় কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মী জানান, জননেতা শামীম হক নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। এ সময় অনেকে খুশিতে আত্মহারা হন। আগামী ‌৭ জানুয়ারি নৌকা প্রতীকে শামীম হককে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

শুনানি শেষে ১৫ ডিসেম্বর আপিল মঞ্জুর করে শামীম হকের মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। তার বিরুদ্ধে রিট করেন শামীম হক। সেই রিটে উচ্চ আদালত তার প্রার্থীতা বাতিল রেখে নির্বাচন কমিশনের আদেশ বহাল রাখে।

আজ আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত শামীম হকের মনোনয়ন বৈধ ঘোষণা করে আদেশ দেন।

আদালতে শামীম হকের পক্ষে শুনানিতে ছিলেন, আইনজীবী শাহ মনজুরুল হক।

উল্লেখ্য: দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী এ.কে. আজাদ। শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক বলে অভিযোগ আনেন তিনি। এরপর শুনানি শেষে ১৫ ডিসেম্বর আপিল মঞ্জুর করে শামীম হকের মনোনয়নপত্র বাতিল করে দেয় ইসি। পরে তার বিরুদ্ধে রিট করেন শামীম হক।

প্রতিনিধি/ এজে