জেলা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৯ পিএম
প্রতীক বরাদ্দের পরই বরিশাল-৫ আসনে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী মিছিল, প্রচার-প্রচারণা। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে প্রতীক বরাদ্দের পরই সন্ধ্যায় সহস্রাধিক অনুসারী নিয়ে প্রচারণা মিছিল করেছে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন (ট্রাক)। এরপরই নগরীর ফকিরবাড়ি রোড থেকে ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা নগরীতে মিছিল বের করে।
এর আগে, জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক নিয়ে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীমের নেতাকর্মীরা নগরীতে একটি মিছিল বের করে। এ মিছিল থেকে নৌকা প্রার্থীর পক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে ভোট প্রার্থনা করা হয়।
ইতিমধ্যে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নৌকা মার্কার পোস্টার ঝুলিয়েছে নেতাকর্মীরা। নগর জুড়ে চলছে মাইকে প্রচার-প্রচারণা। এ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সোমবার উচ্চ দালতের রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন। এতে করে এ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে।
ইতিমধ্যে সাদিক আবদুল্লাহর বলয়ে থাকা জেলা ও মহানগরসহ স্থানীয় নেতাকর্মীরা তার পক্ষে কাজ শুরু করে দিয়েছে। মঙ্গলবার বিজয় শোভাযাত্রার মধ্যদিয়ে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে সাদিক অনুসারীরা বিশাল শোডাউন করবে বলে জানিয়েছে নগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর।
প্রতিনিধি/ এজে