জেলা প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২২, ১০:৪৬ পিএম
করোনার মহামারির কারণে টানা দুই বছর দেশের সর্ববৃহৎ ঈদের মাঠ ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদুল ফিতর এবং ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়নি। মহামারী পরিস্থিতি এবার আগের তুলনায় স্বাভাবিক হওয়ায় ঈদুল ফিতরের নামাজের জামাত আদায়ের জন্য প্রস্তুত এ মাঠ।
সবকিছু ঠিক থাকলে এবার ঈদুল ফিতরের নামাজে অন্যান্য বছরের তুলনায় অধিক মুসল্লীদের সমাগম ঘটবে বলে এ আশাবাদ কিশোরগঞ্জবাসীর।
এই শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার ১৯৫তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ মুসল্লীরা উপস্থিত হন।
দেশী মুসল্লীর পাশাপাশি অনেক বিদেশী মুসল্লীও আসেন এখানে নামাজ আদায় করতে। বলা হয়ে থাকে, দেশের অন্যতম প্রাচীন এই ঈদগায় এশিয়ার বৃহত্তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। মূল ঈদগাহ পূর্ণ হয়ে আশপাশের রাস্তা, নদীর পাড়সহ পেছনের পতিত জমিতেও জামাত বিস্তৃতি লাভ করে। রূপ নেয় মানবসমুদ্রে।
মূল মাঠে জায়গা না পেয়ে অনেকেই পার্শ্ববর্তী আজিম উদ্দিন হাইস্কুল মাঠে বিকল্প জামাতে অংশগ্রহণ করেন ।
আজ বুধবার (২৭ এপ্রিল) শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা শোলাকিয়া মাঠের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন। পরে সাংবাদিকদের ব্রিফিং করেন তারা।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানান, ‘এবার ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। শোলাকিয়া ঈদগাহ মাঠের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
এবারের জামাতে জায়নামায ও মাস্ক ছাড়া অন্য কিছু নিয়ে প্রবেশ করা যাবে না। নিরাপত্তা জোরদারে মোবাইল নিয়ে প্রবেশও নিষেধ। শোলাকিয়া ঈদগাহে নামাজ আদায়ের সুবিধার্থে ঈদের দিনে কিশোরগঞ্জ-ময়মনসিংহ ও ভৈরব-কিশোরগঞ্জ রোডে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি স্পেশাল চলাচল করবে’।
পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জানান, ‘শোলাকিয়া ঈদগাহ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। চার স্তরের নিরাপত্তা বলয়ে ঈদের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও বাড়তি পুলিশ মোতায়েন করা হবে। ৪টি ড্রোন ক্যামেরা, বাইনোকুলারসহ ৫ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশসহ অন্যান্য গোয়েন্দা বাহিনী মোতায়েন করা হবে।
তাছাড়াও মাঠে ৬টি ওয়াচ টাওয়ার এবং সিসি ক্যামেরা দ্বারা পুরো মাঠ মনিটরিং করা হবে। এ কাজে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। ৬টি এ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম এবং ফায়ার ব্রিগেডের ২টি ইউনিট সার্বক্ষণিক মোতায়েন থাকবে। বোম্ব ডিসপোজাল ইউনিট সহ পুলিশের কুইক রেস্পন্স টিম থাকবে’।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৭ জুলাই শোলাকিয়া ঈদগায় ঈদুল ফিতরের জামাতে জঙ্গি হামলার চেষ্টাকালে আইন- শৃঙ্খলা বাহিনীর প্রতিরোধের মুখে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। তবে সেদিন জঙ্গিদের হামলায় দুজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক জঙ্গি ও এলাকার এক গৃহবধূও মারা গিয়েছিলেন।
আহত হয়েছিলেন অন্তত ১২ পুলিশ সদস্য। এক জঙ্গি গুলিবিদ্ধ অবস্থায় পিস্তলসহ ধরাও পড়েছিল। ওই হামলার পর থেকে শোলাকিয়া ঈদ জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
এজে