জেলা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ এএম
নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় শহরের গোয়ালচামস্থ শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া করা হয়।

পরে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা সংসদসহ আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিজয় দিবস উপলক্ষে ফুলের শ্রদ্ধা জানানো হয়।

এছাড়াও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজসহ সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতি স্তম্ভে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।

এরপর সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক ঘুরে শেখ জামাল স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে কুজকাওয়াজ অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি পালনে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের গণকবর জিয়ারত, বিজয় দিবস উপলক্ষে কবি জসীমউদ্দীন হলে আলোচনা সভা, জেলা প্রশাসক একাদশ বনাম ফরিদপুর পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচসহ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে।
প্রতিনিধি/এসএস