জেলা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩, ০৪:২৩ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শুনানি শেষে এ রায় দেয় নির্বাচন কমিশন।
শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। তার আপিল মঞ্জুর করায় শামীম হকের প্রার্থিতা বাতিল হলো।
দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বাতিল চেয়ে শামীম হক আপিল করে। সেই আপিলের আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। ফলে ফরিদপুর-৩ আসনটিতে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের প্রার্থিতা বহাল থাকছে।
সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে তিনি জাতীয় সংসদ নির্বাচনের অযোগ্য। শামীম হক নেদারল্যান্ডসের নাগরিক, এমন অভিযোগ এনে তাঁর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। গত বুধবার আপিলের আংশিক শুনানি হয়। আর আজ অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত দিল নির্বাচন কমিশন।
এদিকে গত ৪ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ৩ আসনে মনোনয়ন যাচাই-বাছাইয় শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হোসেন তালুকদার আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের প্রার্থিতার বৈধতার ঘোষণা দেন।
সে সময় উভয় প্রার্থী একে অপরের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ তুলে। এসময় উভয়ের নিকট তাদের অভিযোগের সত্যতা স্বরূপ দালিলিক প্রমাণ উপস্থাপনের কথা বলেন রিটার্নিং কর্মকর্তা। উভয়ই কোনো ধরণের দালিলিক কাগজ দেখাতে না পারায় তাদের দুই জনের প্রার্থিতা বৈধতা ঘোষণা দেন। তাছাড়াও তাদের কোনো অভিযোগ থাকলে আপিল করতে বলেন।
পরে উভয় প্রার্থী একে অপরের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্ব আছে মর্মে তথ্য গোপন করে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের শুনানির পরে আজ শুক্রবার রায় দেন নির্বাচন কমিশন।
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক সৈয়দ আলী আশরাফ জানান, নির্বাচন কমিশনের এ সিদ্ধান্তে তারা উচ্চ আদালতে আপিল করার প্রস্তুতি নিচ্ছেন।
প্রতিনিধি/ এজে