জেলা প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সিফাত (৮) নামে এক মাদরাসার শিশু শিক্ষার্থী নিখোঁজের ১৩ ঘণ্টা পর নদীর পাড় থেকে গুরুতর আহত (রক্তাক্ত) অবস্থায় উদ্ধার করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একই মাদরাসার ছাত্র সাকিবকে (১২) হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার (১১ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার এবং মাদরাসার পরিচালক ক্বারী মো. জামাল উদ্দিন।
উপজেলার নিহন্দ জামিয়াতুজ সুন্নাহ আল ইসলামীয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। মাদরাসার পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী। এই নদীর পার থেকেই আজ সকাল ৬টার দিকে গুরুতর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে শিশুটিকে।
পুলিশ ও মাদরাসা সূত্রে জানা গেছে, উপজেলার শিবালয় ইউনিয়নের দুবলিয়া ডাঙ্গা গ্রামের শেখ ফুঁলচান মিয়ার ছেলে সিফাত ওই মাদরাসার মক্তব বিভাগের আবাসিক ছাত্র। প্রতিদিনের মতো গতকাল রোববার (১০ ডিসেম্বর) বিকেলে মাদরাসা থেকে খেলতে বের হয় শিশুটি।
কিন্তু সন্ধ্যা হলেও সিফাত মাদরাসায় ফেরে না। তখন মাদরাসার শিক্ষকরা তাকে খুঁজতে থাকেন। সারারাত তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সকালে মাদরাসার পাশের ইছামতি নদীর পাড়ে সিফাতকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে প্রথমে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মাদরাসার পরিচালক ক্বারী মো. জামাল উদ্দিন জানান, মাদরাসার সামনের এক সিসি ক্যামেরায় দেখা যায় সিফাত ও সাকিব দু’জনে মাদরাসা থেকে বের হয়ে যাচ্ছে। এরপর সাকিব ফিরলেও সিফাত নিখোঁজ থাকে। মাদরাসার এক শিক্ষক সাকিবের পাঞ্জাবিতে রক্তও দেখেছে। বিষয়টি সন্দেহজনক হলে রাতেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সাকিবকে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, সিফাতের মাথা, কপাল ও ঠোটে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হয়তো আঘাতের পর সে অজ্ঞান হয়ে পড়েছিল। মৃত ভেবেই তাকে নদীর পাড়ে ফেলে রাখা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, মাদরাসা ছাত্র সাকিব তাদের হেফাজতে রয়েছে। আহত সিফাতকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনরা তার চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন। এখন পযর্ন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। সিফাত সুস্থ হলেই পুরো বিষয়টি জানা যাবে। লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস