জেলা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৩ পিএম
কয়েক মাস ধরেই পেঁয়াজের বাজারে চলছে উত্তাপ। এমন পরিস্থিতিতে ভারতের পেঁয়াজ রফতানি বন্ধের খবরে নীলফামারীতে চরম অস্থিরতা দেখা দিয়েছে পেঁয়াজের বাজারে। গত দু’দিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়েছে সব ধরনের পেঁয়াজের দাম।
পরে পেঁয়াজের বাজার তদারকি করতে গিয়ে ক্রয়-বিক্রয় রশিদ প্রদর্শন না করাসহ বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় পাঁচ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (১০ ডিসেম্বর) দুপুরে নীলফামারী জেলা শহরের বড়বাজার ও জলঢাকার পৌর বাজারে এই জরিমানা করা হয়।
জানা গেছে, ভারতের পেঁয়াজ রফতানি বন্ধ হওয়ার খবরে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা পেঁয়াজের দাম দফায় দফায় বৃদ্ধি করায় দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বাজারে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় বেশি দামে পেঁয়াজ বিক্রি ও ক্রয় রশিদ প্রদর্শন না করায় জলঢাকার পৌর বাজারের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেসার্স মায়ের দোয়া ভান্ডার ৩ হাজার টাকা, মামুন বাণিজ্যালয় ৪ হাজার টাকা, সাদ্দাম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করতে নির্দেশনা প্রদান করে। এর আগে একই অভিযোগে নীলফামারী জেলা শহরের বড় বাজারের দু’টি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নীলফামারীর সহকারী পরিচালক সামসুল আলম বলেন, বেশি দামে পেঁয়াজ বিক্রি ও ক্রয় রশিদ প্রদর্শন না করায় পাঁচ প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তদারকি অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস