জেলা প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ১০০ পিস নেশার ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- আলমডাঙ্গা গোবিন্দপুর মাঠপাড়ার খোদা বক্সের ছেলে আব্দুর সামাদ (২৮) ও একই গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আলাউদ্দিন হোসেন টিটু (৩৯)।
ওসি বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) লিটন কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় আলমডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলওয়ের গোডাউনের পাশে থেকে আব্দুর সামাদ ও আলাউদ্দিন হোসেন টিটুকে ১০০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এসএস