images

সারাদেশ

জাতীয় পার্টি বিলুপ্তির পথে: এনকে আলম চৌধুরী

জেলা প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২৩, ০৭:৫৯ পিএম

জাতীয় পার্টির সাবেক নীলফামারী জেলা কমিটির আহবায়ক ও তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান এনকে আলম বলেছেন, জাতীয় পার্টি বিলুপ্তির পথে। জাতীয় পার্টির সকল নেতাকর্মী দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করে, সবাই আমার নির্বাচনী কাজ করছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমাদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় পার্টিকে অর্ধেক শেষ করছে এরশাদ। আর বাকিটা শেষ করছে বর্তমান নেতারা।

এসময় ডোমার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু বলেন, নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জাতীয় পার্টির প্রার্থী তছলিম উদ্দিনকে আমাদের কোনো নেতাকর্মীর পছন্দ হয় নাই। তিনি হঠাৎ জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন। ত্যাগীদের বাদ দিয়ে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তাই ডোমার উপজেলার সকল নেতাকর্মী তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আমরা আমাদের সাবেক জেলা সভাপতি এনকে আলম চৌধুরীর পক্ষে কাজ করছি।

এসময় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম রানা, পৌর জাতীয় পার্টির সভাপতি মাহমুদুল হক পুতুল, সহ-সভাপতি আশিকুর রহমান, শ্রমিক পার্টির সভাপতি ওসমান গনি বাউ, ছাত্র সমাজের সাধারণ সম্পাদক লায়ন ইসলাম, মহিলা পার্টির সভানেত্রীসহ ১০ ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস