images

সারাদেশ

খাগড়াছড়ি আসনে আ.লীগ সমর্থিত প্রার্থীসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

জেলা প্রতিনিধি

৩০ নভেম্বর ২০২৩, ০৭:৩২ পিএম

খাগড়াছড়িতে গতকাল বুধবার (২৯ নভেম্বর) মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, তৃণমূল বিএনপি প্রার্থী গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, জাতীয় পার্টির প্রার্থী জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মিথিলা রোয়াজা, বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী হিসেবে মো. হাবিবুর রহমান, জাকের পার্টির মো. হোসেন, ও ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তাফা। 

খাগড়াছড়ি রিটানিং অফিসার জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের কার্যালয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

আজ দ্বিতীয় ধাপে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এ বিষয়ে রিটানিং অফিসার জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, আওয়ামী লীগ প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, তৃণমূল বিএনপি প্রার্থী, জাকের পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি ও কংগ্রসে পার্টি প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ পর্যন্ত মোট ৭ জন মনোনয়নপত্র দাখিল করেছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সমীর দত্ত চাকমা বলেন, আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন চেয়েছিলাম, পায়নি। স্বতন্ত্রভাবে নির্বাচনে করছি। জনগণ গ্রহণযোগ্যতা যাচাই করে ভোট দিয়ে জয় করবেন।

প্রতিনিধি/এসএস