images

সারাদেশ

দৈনিক ইনফো বাংলা স্টিকার লেখা গাড়িতে ২০ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২৩, ০৭:১৭ পিএম

মাইক্রোবাসের সামনে-পেছনে চট্টগ্রামের নাম সর্বস্ব দৈনিক ইনফো বাংলা স্টিকার লেখা একটি নোহা গাড়িতে ২০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামের এক কিলোমিটার এলাকায় ইয়াবাসহ গাড়িটি জব্দ করে চান্দগাঁও থানা পুলিশ। ওই গাড়ির নম্বর হলো চট্টমেট্রো চ ১১-১৬৮৬। এসময় গাড়িতে থাকা দুই কারবারিকে আটক করে পুলিশ।

দুই কারবারি হলেন- ইরফানুল হক ও শাহেদুল ইসলাম ওরফে শাহেদ। তারা দু‘জনই কক্সবাজার টেকনাফের বাসিন্দা।

এ ঘটনায় মাদক পাচার আইনে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাদক পরিবহন কাজে একটি নোহা গাড়িতে দৈনিক ইনফো বাংলা লেখা স্টিকার ব্যবহার করে আসছে। কৌশলে কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে তারা।

খালি চোখে যে কেউ এই গাড়িটিকে সাংবাদিক বা কোনো পত্রিকা সংশ্লিষ্ট গাড়ি হিসেবে ধরে নেবেন। অথচ এই দৈনিক ইনফো বাংলা স্টিকারের আড়ালে হয় মাদক পরিবহনের কাজ। প্রেস লিখে সাংবাদিক পরিচয় দিয়ে নির্বিঘ্নে ইয়াবা চালান করতেই মাদক কারবারিরা এই অভিনব কৌশল অবলম্বন করে বলে জানান ওসি।

বিষয়টি পুলিশের নজরে আসার পর বুধবার দিবাগত রাত নয়টার দিকে চান্দগাঁও থানাধীন এককিলোমিটার এলাকার যমুনা ক্লাবের সামনে দৈনিক ইনফো বাংলা স্টিকার লাগানো নোহা গাড়িটিকে দাঁড়ানোর সংকেত দেয় পুলিশ। গাড়িটি পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করে।

ওই গাড়িটি তল্লাশি করে ইরফানুল হক (৩২) ও শাহেদুল ইসলাম ওরফে শাহেদের (২৯) কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত নোহা গাড়িটি জব্দ করা হয়। বিষয়টি অনুসন্ধানের পর জানা গেছে দৈনিক ইনফো বাংলার সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত এই নোহা গাড়িটির কোনো সম্পর্ক নেই। মাদক পরিবহনের কাজে জড়িতদের কাছ থেকেও এ বিষয়ে সঠিক কোনো তথ্য মেলেনি।

প্রতিনিধি/এসএস