জেলা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, ০৭:৪৪ এএম
রাজশাহীর পুঠিয়ায় টায়ার বিস্ফোরণ হতে দেখে পাথরবোঝাই এক ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার তারাপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, পাথরবোঝাই একটি ট্রাকের চাকা পুঠিয়ার তারাপুর বাজার এলাকায় বিস্ফোরণ হয়। এসময় ট্রাকটি থামিয়ে চাকা ঠিক করছিলেন গাড়ির লোকজন। এরইমধ্যে কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে এসে ট্রাকটি লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়ে মারে। এতেই আগুন ধরে যায় ট্রাকে। চাঁপাইনবাবগঞ্জ থেকে পাথর নিয়ে চুয়াডাঙ্গা যাচ্ছিল ট্রাকটি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন তারা।
ওসি সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অপরাধীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন ওসি।
টিবি