images

সারাদেশ

নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা করলে ব্যবস্থা

জেলা প্রতিনিধি

২৭ নভেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম

নির্বাচনকালীন দায়িত্ব পালনে সরকারি কোনো কর্মকর্তার গাফিলতি থাকলে নির্বাচন আইনে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে হবে জানিয়ে তিনি বলেছেন, কারণ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিপক্ষ আছে, যারা নির্বাচনটাকে পর্যবেক্ষণ করছে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে ফরিদপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে মতবিনিময় সভায় যোগ দেন।

বিএনপি নির্বাচনে আসা না আসার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা কোনো দলকে নির্বাচনে আনতে পারি না, তাদের আহ্বান জানাতে পারি। বিএনপি নির্বাচনে এলে তফসিল পরিবর্তন করতে পারি। তবে এই নির্বাচন না হলে সাংবিধানিক শূন্যতা হবে।

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন আয়োজনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কমিশনারের এই মতবিনিময় সভায় জেলা রিটার্নিং অফিসার কামরুল আহসান তালুকদার, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, পুলিশ সুপার শাহজাহানসহ আইনশৃঙ্খলা বাহিনীর স্থানীয় কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/জেবি