images

সারাদেশ

চাঁদপুরে আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৩, ১২:৪৯ পিএম

চাঁদপুর সদরের দক্ষিণ বালিয়া গ্রামে একবাড়ির ৩টি বসতঘর আগুনে পুড়ে গেছে।

রোববার (২৬ নভেম্বর) ভোর রাতে ওই গ্রামের রওশন আলী মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট এলাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান জাহান আলী কালু জানান, বাড়ির লোকজন আগুন লাগার খবর দিলে তিনি চাঁদপুর দক্ষিণ ফায়ার সার্ভিস স্টেশনকে জানান। এ সময় ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চেয়ারম্যান আরও জানান, পুড়ে যাওয়া বসতঘর ৩টির সবাই কৃষি কাজের সঙ্গে জড়িত। আগুনে সব হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে। ক্ষতিগ্রস্তদের তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

চাঁদপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। কী কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

টিবি