জেলা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৩, ০৬:৩৫ পিএম
কিশোরগঞ্জের গচিয়াহাটা স্টেশনের কাছে ক্রসিংরের সময় সিগন্যাল ভুলে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কিশোরগঞ্জ ও ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটায় কিশোরগঞ্জ গচিহাটা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাবুদ্দিন ফকির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি বিকেল চারটায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। তারপর বিকেল সোয়া চারটায় গচিহাটা রেলওয়ে স্টেশনে ঢোকার আগে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ক্রসিং করার সময় এ দুর্ঘটনা ঘটেছে। তবে ধারণা করা হচ্ছে সিগন্যাল ভুলের কারণে এটি হতে পারে। এ ঘটনায় ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন আখাউড়া থেকে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পৌছানোর পর উদ্ধার কাজ শেষে পুনরায় ট্রেন যোগাযোগ স্বাভাবিক হবে।
প্রতিনিধি/ এজে