জেলা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম
শেরপুরে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী প্রকৌশলী মাহবুবুল ইসলাম বুলবুল (৪০) মারা গেছেন। সোমবার (২০ নভেম্বর) দুপুরে শহরের নবীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত প্রকৌশলী মাহবুবুল ইসলাম বুলবুল শেরপুরের ইলিয়াছ কন্সট্রাকশন ফার্মের সহকারী প্রকৌশলী ছিলেন। তিনি দিনাজপুরের সুরিহারির আফতাব উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, দুপুরের দিকে শেরপুরগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী প্রকৌশলী মাহবুবুল ইসলাম। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে এবং নিহত প্রকৌশলীকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। প্রকৌশলী মাহবুবুল ইসলাম বুলবুল শেরপুর জেলা শহরের ইলিয়াছ কন্সট্রাকশন ফার্মের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। আর নিহত প্রকৌশলীর মরদেহময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এজে