images

সারাদেশ

বগুড়ায় চোর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

২০ নভেম্বর ২০২৩, ০৭:৪৮ এএম

বগুড়ায় চোর সন্দেহে জয় (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে গ্রামের লোকজন।

রোববার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের কাজী নুরইল গ্রামে এই ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

জয় শাখারিয়া ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার দিকে কাজী নুরইল গ্রামের মৃত মকবুল মাস্টারের ছেলে মন্টুর বাড়িতে প্রবেশ করে জয় নামের ওই কিশোর। বাড়িতে চোর ঢুকেছে বুঝতে পেরে মন্টু হৈচৈ শুরু করলে তার বড় ভাই আশরাফুল ঘর থেকে বের হয়ে আসে। এসময় জয় নামের ওই কিশোর বাড়ির একটি কাঁঠাল গাছে ওঠে। মন্টু ও আশরাফুল গাছে থেকে জয়কে নামিয়ে নিয়ে মারধর শুরু করে। ইতোমধ্যে চোর আটকের খবর গ্রামে ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন এসে জয় নামের ওই কিশোরকে মারপিট করে। রাত ১০টার দিকে মন্টুর বাড়িতেই ওই কিশোর মারা যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ হেফাজতে নেয়।এসময় মন্টু ও আশরাফুল পালিয়ে যায়।

ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, চোর সন্দেহে জয় নামের ওই কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।

টিবি