images

সারাদেশ

দশমিনায় গাছচাপায় শ্রমিকের মৃত্যু 

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৩, ০৫:২৮ পিএম

images

পটুয়াখালীর দশমিনায় ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হেলে পড়া একটি গাছ কাটতে গিয়ে গাছের চাপায় মো. নাসির হাওলাদার (৪৫) নামে এক শ্রমিক নিহত হন।

শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনের সোনালী ব্যাংকের পেছনের মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসির হাওলাদার উপজেলা সদরের বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার রাজ্জাক হাওলাদারের ছেলে।

জানা যায়, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপজেলা পরিষদের সামনের সোনালী ব্যাংকের পেছনের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা ভ্যানচালক মো. হাদি প্যাদার ঘরের উপর তার প্রতিবেশীর একটি রেইনট্রি গাছ হেলে পড়ে। ঝড়ে হেলে পড়া ওই গাছটি কাটতে ওঠেন শ্রমিক নাসির হাওলার। এ সময় ওই রেইনট্রি গাছ ও অন্য একটি নারিকেল গাছের সঙ্গে চাপা পড়েন তিনি। পরে দশমিনা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. আনোয়ার হোসেন এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই শ্রমিককে মৃত অবস্থায় গাছ থেকে উদ্ধার করেন।

এ বিষয়ে দশমিনা থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/ এজে