জেলা প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম
নাটোরের গুরুদাসপুর প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার আইরমারি ব্রিজ সংলগ্ন এ ঘটনা ঘটে।
গুরুদাসপুর থানার কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে প্রাণ কোম্পানির একটি কাভার্ড ভ্যান গাড়ি ঢাকায় যাচ্ছিল। এসময় গুরুদাসপুর উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার আইরমারি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা প্রথমে কাভার্ড ভ্যানে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে চালক গাড়িটি থামালে আগুন দেয়। এতে দ্রুত আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আকরামুল হাসান তুষার ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কাভার্ড ভ্যানের ইঞ্চিল, চাকা ও বডি ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
ওসি মনোয়ারুজ্জামান ঢাকা মেইলকে বলেন, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এ ঘটনায় জড়িতদের খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।
প্রতিনিধি/এসএস