জেলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৩, ০৭:৫৮ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরের ইমিগ্রেশন চেক পোস্টে ভারতে থেকে আসা এক বাংলাদেশি যাত্রীর কাছে থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি ও কাস্টমস।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে বিজিবি ও কাস্টমস এর যৌথ অভিযানে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেক পোস্টে স্বর্ণের বারসহ হাতেনাতে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি হলেন, শরিয়তপুরের জাজিরা উপজেলার কুটিয়ারচর মাদবরবাড়ী ইউনিয়নের বড়কান্দি গ্রামের রউফ মাদবরের ছেলে মো. শাইন মাদবর (৩০)। যার পাসপোর্ট নম্বর-A05546178।
চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানান চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে অবৈধভাবে স্বর্ণ পাচারের হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর পরিকল্পনা ও নির্দেশনায় সোনামসজিদ ইমিগ্রেশনের কর্মরত বিজিবি সদস্য ও কাস্টমস সদস্যরা অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারতে গমনকৃত পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশীর কার্যক্রম পরিচালনা করে। এক পর্যায়ে বাংলাদেশী নাগরিক (পাসপোর্ট নম্বর-A05546178) মোঃ শাইন মাদবরকে তল্লাশী করলে তার কাছে থেকে ২টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ২৩৩ গ্রাম এবং যার আনুমানিক মূল্য ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা। পরে আসামীসহ স্বর্ণের বার সোনামসজিদ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
গোলাম কিবরিয়া আরও জানান,অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
প্রতিনিধি/ এজে