images

সারাদেশ

খুলনায় পাটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জেলা প্রতিনিধি

১০ নভেম্বর ২০২৩, ০৬:৪০ পিএম

images

খুলনার রূপসা উপজেলায় একটি পাটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করছে। 

শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে এই আগুনের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে।

 

আরও পড়ুন

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে হঠাৎ করেই পাটের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যে আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে, আগুনের খবর পেয়ে খুলনা, রূপসা ও টুটপাড়া ফায়ার সার্ভিসের ৬ ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। 

প্রতিনিধি/এইউ