জেলা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৩, ০৯:৪৭ পিএম
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরভবনের মেয়রের কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদের উপস্থিতিতে দায়িত্ব হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
এ সময় বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
আরিফুল হক চৌধুরী নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান এবং মহানগরের উন্নয়নে সব সময় পাশে থাকার আশ্বাস দেন। আর নতুন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীও তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানান এবং মহানগরের উন্নয়নে পাশে থেকে সহযোগিতা ও পরামর্শ দিয়ে সহযোগিতা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এরপর বিকেল ৪টার দিকে নগরভবনের সামনে সুধী সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিন।
এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। তিনি বলেন, ‘সবার সহযোগিতায় সিলেট সিটি করপোরেশন একটি সফল সিটি করপোরেশন হবে। অভিজ্ঞতার আলোকে আগের মেয়র সহযোগিতার হাত প্রসারিত করবেন, নতুন মেয়র অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সাফল্যের পথে এগিয়ে যাবেন, এটাই আমাদের সবার প্রত্যাশা।’
গত ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট।
প্রতিনিধি/ এজে