জেলা প্রতিনিধি
০৭ নভেম্বর ২০২৩, ০৯:০৭ পিএম
রাজশাহীর পুঠিয়ায় হাজি রফিকুল ইসলাম নামে বিএনপির সাবেক এক নেতার বাসায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৬ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার সরিষাবাড়ি এলাকায় নিজ বাসায় ঘটনাটি ঘটে বলে তার দাবি।
রফিকুল ইসলাম পুঠিয়ার জিউপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। তিনি বর্তমানে কীটনাশক সার ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে হাজি রফিকুল ইসলাম বলেন, পুলিশের অভিযানের কারণে গ্রেফতার এড়াতে রাতে বাসায় থাকতে পারি না। ভোরে বাসায় এসে শুনি, ডাকাতি হয়েছে। ৫/৭ জন লোক সোমবার দিবাগত রাতে আমাদের বাড়ির দরজা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে।
রফিকুলের ভাষ্য, প্রত্যেকের মুখ কাপড়ে ঢাকা ছিল। ধারালো ও আগ্নেয়াস্ত্র ছিল তাদের হাতে। ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে ১৬-১৭ ভরি স্বর্ণালঙ্কারসহ তিন লাখ টাকা নিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে তিনি পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন রফিকুল।
তবে ঘটনাটির ব্যাপারে পুলিশ অবগত নয়। এ ব্যাপারে জানতে মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পুঠিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ডাকাতির কোনো খবর আমার কাছে নেই। এ ধরণের কোনো অভিযোগ আমরা পাইনি।
প্রতিনিধি/এসএস