images

সারাদেশ

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচন: আ.লীগের নৌকা প্রার্থীর জয়

জেলা প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের শূন্যপদে উপনির্বাচনে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রোববার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

এ নির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগে থেকে গোলাম ফারুক পিংকু (নৌকা) প্রতীক নিয়ে ১ লাখ ২০ হাজার ৫'শ ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন।
জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল) প্রতীক নিয়ে ৩ হাজার ৮'শ ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হন।

জাকের পার্টির শামছুল আলম খোকন (গোলাপ ফুল) প্রতীক নিয়ে ২ হাজার ১'শ ২৬ ভোট পেয়ে তৃতীয় হন ও ন্যাশানাল পিপলর্স পার্টির সেলিম মাহামুদ (আম) প্রতীক নিয়ে ৫'শ ১৩ ভোট পেয়ে চতুর্থ হন।

এরআগে, দুপুরে ভোট চলাকালে জাল ভোট, কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়া ও বের করে দেওয়ার অভিযোগ এনে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন ও দুইটার দিকে জাকের পার্টির শামছুল করিম খোকন লক্ষ্মীপুর প্রেসক্লাবে এসে ভোট বর্জনের ঘোষণা দেন।

এ আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯ হাজার ৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬৪৮ জন। ১২টি ইউনিয়নে মোট ১১৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বিজয়ের ঘোষণা পেয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। এসময় তিনি দলীয় নেতা-কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নির্বাচনের রিটার্ণিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

প্রসঙ্গত: গত ৩০ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

প্রতিনিধি/ এজে