images

সারাদেশ

বাগানে মিলল হাত-পা বাঁধা মরদেহ

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৩, ০৮:৪৬ পিএম

images

টাঙ্গাইলের সখীপুরে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সখীপুর থানা পুলিশ। 

রোববার (২৯ অক্টোবর) সকালে উপজেলার কালমেঘা বেলতলী গ্রামের একটি আকাশমনি গাছের বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ভোরে কালমেঘা বেলতলী গ্রামে একটি আকাশমনি গাছের বাগান থেকে অজ্ঞাত যুবকের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হলে তারা মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস