images

সারাদেশ

গাজীপুরে হরতালের প্রতিবাদে বিক্ষোভ

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৩, ০১:১৫ পিএম

বিএনপির ডাকা হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে আওয়ামী লীগ।

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বাসন থানা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চান্দনা চৌরাস্তা ও আশেপাশের এলাকা প্রদক্ষিণ করে।

সেখানে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন— ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ এম এ বারী, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মোকছেদুল আলম।

এদিকে, গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থানার হোতাপাড়ায় একটি ড্রাম ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া হরতালের সমর্থনে পল্লী বিদ্যুৎ মোড়ে চারটি বাস ভাঙচুর করা হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হরতালের সমর্থনে এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়ায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে আগুন দেয় হরতালকারীরা। পরে শ্রীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। অপরদিকে মহাসড়কের শ্রীপুর উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় চারটি বাস ভাঙচুর করেছে হরতাল সমর্থনকারীরা। এছাড়া সকাল সাড়ে ৯টার দিকে জৈনাবাজার ও মহাসড়কের বেড়াইদেরচালা এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এ সকল ঘটনায় পুলিশ তাৎক্ষণিকভাবে হরতাল সমর্থকারীদের সরিয়ে দেয়।

জয়দেবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান,  সকালে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম. নাসিম জানান, পুলিশের টহলের মধ্যেই দুর্বৃত্তরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে মুহূর্তেই ঘটনাস্থল থেকে সরে যায়। এছাড়া শ্রীপুর বিভিন্ন অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এছাড়া উদ্ধার করা হয়েছে ৫ টি হাতবোমা।

টিবি