জেলা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩, ১২:৪০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ৭০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার রাত থেকে রোববার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
জেলা পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়। আটকদের যাচাই বাছাই করা হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে।
টিবি