জেলা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩, ১১:২১ এএম
বিএনপির ডাকা হরতাল চলাকালে মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কের তরা এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া ঘটনা ঘটেছে।
রোববার (২৯ অক্টোবর) সকালে এই বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার।
সদর থানা-পুলিশ, ফায়ার সার্ভিস এবং বাসের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল পৌনে ৮টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা বাসস্ট্যান্ড এলাকা থেকে কয়েকজন যাত্রী নিয়ে স্থানীয় স্বপ্ন পরিবহনের বাসটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার দিকে যাত্রা করে। লোকাল বাসটিতে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্টোপেজে যাত্রী উঠানো ও নামানো হয়। সদরের তরা সেতুর পার হওয়ার পর ওই যাত্রীরা বাস থামানোর কখা বলে পরে তারা সবাই বাস থেকে যাত্রীদের নামিয়ে আগুন ধরিয়ে দেয়।
পুরে যাওয়া বাসের চালক মো. আনোয়ার হোসেন বলেন, ঘিওর উপজেলার বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে বাসে ওঠে কয়েকজন দুর্বৃত্ত। এর পর বাস থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
মানিকগঞ্জ ফায়াস সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পৌনে ৯টার দিকে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করেন। সকাল ৯টার দিকে বাসের আগুন পুরোপুরি নিভে যায়। তবে ততক্ষণে বাসটির অধিকাংশ আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বাসের চালক জানিয়েছেন, অগ্নিসংযোগকারীদের দেখলে চিনবেন। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দেখা হবে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।
টিবি