images

সারাদেশ

রাজশাহীতে বিএনপির ৭০ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৯ অক্টোবর ২০২৩, ১০:৫৩ এএম

রাজশাহীতে বিএনপির ৭০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নাশকতার অভিযোগে বিএনপির ৭০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, রাজশাহীতে ঢিলেঢালাভাবে চলছে বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। রোববার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত সড়কে হরতালের পক্ষে-বিপক্ষে কোনো পিকেটিং বা সভা-সমাবেশ লক্ষ্য করা যায়নি। তবে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু করেছে। ব্যক্তিগত যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে। রাস্তায় অটোরিকশা চলাচল করছে। লোকাল বাস চলাচল করতে দেখা গেছে।

রাজশাহী মহানগরীর ব্যস্ততম জিরো পয়েন্ট, নিউমার্কেট, টার্মিনাল, লক্ষ্মীপুর, কোট, রেলগেট, গণকপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।
এছাড়াও সড়ক ও মহাসড়কজুড়ে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

বিপ্লব হোসেন নামে এক এনজিওকর্মী বলেন, বেসরকারি অফিসে কাজ করি। যাই কিছু হোক, আমাদের অফিস করতে হবে। অফিসে না গিয়ে উপায় নেই।

ব্যাটারিচালিত অটোরিকশার চালক মারুফ হোসেন জানান,পরিবার ও সংসার আছে, একদিন অটোরিকশা বন্ধ রাখলে খাবো কি? ঝুঁকি মাথায় নিয়ে তারপরেও অটো বের করেছি।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, হরতালকে সামনে রেখে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

টিবি