জেলা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩, ০৯:০৮ এএম
বিএনপির ডাকা হরতাল গাজীপুরে অনেকটা নিরুত্তাপভাবে পালিত হচ্ছে। সড়ক, মহাসড়কে দূর পাল্লার যানবাহন কম চললেও অন্যান্য যানবাহন চলাচল করছে। খোলা রয়েছে দোকান পাট বিপনী বিতান। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস, মিনিবাস সহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার বাস কম চলাচল করছে। চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকসহ সব শ্রেণি পেশার মানুষ কাজের তাগিদে এসব যানবাহনে চলাচল করছেন।
হরতালের পক্ষে কোন মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। সড়ক মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে খোলা রয়েছে দোকান পাট, ব্যবসা ও বিপনী বিতান। রেলপথে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে।
সড়ক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দাবি করে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ইয়াসির আরাফাত বলেন, জনসাধারণের নিরাপত্তা বিধানে র্যাবের টহল জোরদার করা হয়েছে।
টিবি