images

সারাদেশ

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি

২৪ অক্টোবর ২০২৩, ০৭:০৩ পিএম

images

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকচাপায় রায়হানুল ইসলাম রানা (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুপচাঁচিয়া হাসপাতাল রোডে দুর্ঘটনাটি ঘটে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

রানা দুপচাঁচিয়া পৌর এলাকার তিনমাথা মহল্লার মৃত তুফান প্রামানিকের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রী।

ওসি জানান, রানা মোটরসাইকেলযোগে যাওয়ার সময় বগুড়াগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস