images

সারাদেশ / জাতীয়

ট্রেন দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দিতে ঢামেকে ‘রেসপন্স টিম’

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২৩, ০৮:৫৫ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসাসেবা দিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ‘রেসপন্স টিম’ গঠন করা হয়েছে। টিমের সদস্যদের (বাড়তি চিকিৎসকদের) হাসপাতালের জরুরি বিভাগে থাকার নির্দেশনা দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (২৩ অক্টোবর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

 

আরও পড়ুন

নিহতের সংখ্যা বেড়ে ২০, বগিতে আটকা বহু যাত্রী

 নাজমুল হক জানান, ঢামেক হাসপাতাল সবসময় প্রস্তুত। ভৈরবে ট্রেন দুর্ঘটনার সংবাদ আমরা পেয়েছি। হাসপাতালের রেসপন্স টিম ও বাড়তি চিকিৎসকদের জরুরি বিভাগে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসাসেবায় সব ধরনের ওষুধ হাসপাতাল থেকে দেওয়া হবে।

 

বিকেল তিনটার দিকে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে যাত্রীবাহী ট্রেন এগারসিন্ধুরকে পেছন থেকে মালবাহী একটি ট্রেন ধাক্কা দেয়। ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অনেক। হতাহতের সংখ্যা শতক পেরিয়ে যেতে পারে বলে শঙ্কা করছে ফায়ার সার্ভিস।

ডিএইচডি/এমআর