জেলা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৩, ০২:০৭ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবকে কারাদণ্ডাদেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাবনা জেলা যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা।
সোমবার (২৩ অক্টোবর) বেলা ১২টার দিকে পাবনা টেলিফোন ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড প্রদক্ষিণ করে ডায়াবেটিকস মোড় হয়ে রবিউল মার্কেট ও মহিলা কলেজ হয়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন— পাবনা জেলা যুবদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা আগামী যেকোনো আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
পাবনা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানার নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন— জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক বাহার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহিল কাফি, যুবদল নেতা শোহানুর রহমান শোভন বিশ্বাস, তুষার হোসেন, সানাউল্লাহ সজিব, হৃদয় হোসেন, গয়েশপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, আতাউকুলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন প্রমুখ।
টিবি