images

সারাদেশ

দুর্গাপূজায় স্টাইলিশ হেয়ার কাট, বাবার বকায় ছেলের আত্মহত্যা

জেলা প্রতিনিধি

২১ অক্টোবর ২০২৩, ০৮:০৬ পিএম

images

শুরু হয়েছে সনাতন ধর্মালম্বীদের বৃহৎ শারদীয় দুর্গোৎসব। এতে শখের বসে ডিজাইন করে চুল কেটেছিল ছেলে। কিন্তু তা পছন্দ হয়নি বাবার। ফলে বাসায় বকাঝকা করেন ছেলেকে। আর এতেই বাবার ওপর অভিমান সেই ছেলের! সবশেষ গলায় ফাঁস দিয়ে করেছে আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা উপজেলায়।

শনিবার (২১ অক্টোবর) উৎসব কুমার নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নারায়ণপুর গ্রামের উত্তম কুমারের ছেলে ও স্থানীয় নারায়নপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ডিজাইন করে চুল কাটে উৎসব কুমার। কিন্তু তার বাবা এটা পছন্দ করেন নি। শুক্রবার (২০ অক্টোবর) রাতে বাসায় খাওয়া-দাওয়া করার সময় বিষয়টি নিয়ে বকাঝকা করেন। তখন পরিবারের সদস্যদের সঙ্গে খাবারও খায় উৎসব। এরপর ঘুমাতে যায় ঘরে। আর গভীর রাতে শয়নকক্ষেই গলায় ফাঁস দেয় সে। পরে সকালে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এ সময় স্থানীয়রা খবর দেন থানায়। 

এ বিষয়ে কিশোরের পিতা উত্তম কুমার বলেন, আমরা একসঙ্গেই তো রাতে খেলাম। চুলের কাটিং দেখে একটু বকে ছিলাম। কিন্তু আমি কল্পনাও করিনি, উৎসবে এভাবে আত্মহত্যা করবে। আমাদের দুর্গোৎসবের আনন্দ ম্লান করে দিল সন্তান উৎসব।

এ ব্যাপারে বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, পরিবারের পক্ষে থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাহ করার অনুমতি দেওয়া হযেছে। তবে এ ঘটনায় থানায় দায়ের হয়েছে একটি ইউডি মামলা।

প্রতিনিধি/ এজে