images

সারাদেশ

ট্রান্সফরমার বিস্ফোরণে পুলিশের এসআই দগ্ধ

জেলা প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২৩, ১০:৫৭ এএম

টাঙ্গাইলে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে কর্মরত অবস্থায় মনসুর নামে পুলিশের এক সদস্য মারাত্মক দগ্ধ হয়েছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) উপজেলার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু এলেঙ্গা হাইওয়ে দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইউরেনিয়াম ফুয়েল নিয়ে যাওয়ার সময় নিরাপত্তার দায়িত্ব পালনকালে ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ হন তিনি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মনসুর টাঙ্গাইলের কালিহাতী থানায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত আছেন।

জানা গেছে, দায়িত্ব পালনকালে ওই ভবনটির ছাদের পূর্ব পাশে একটি ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছাদঘেঁষে যাওয়া ৩৩ হাজার ভোল্টের তারে আগুন লাগলে আগুনের গোলা এসআই মনসুরের শরীরে এসে পড়ে। এতে তিনি মারাত্মকভাবে দগ্ধ হন। তাৎক্ষণিকভাবে পাশে ডিউটিতে থাকা নায়েক নাজমুল আগুন নেভানোর চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, এলেঙ্গায় উৎসব ফিলিং স্টেশনের সংলগ্ন পুরাতন রেস্টুরেন্টের তিনতলা একটি ভবনের ছাদে রাউন্ড ডিউটিতে ছিলেন। সেসময় হঠাৎ ডিউটিরত এসআই মনসুর পাশের বৈদু্যতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ হন। এসআই মনসুর ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত আছেন।

টিবি