জেলা প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৩, ০৭:০১ পিএম
পটুয়াখালীর মির্জাগঞ্জে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কামাল শরীফ (৪০) নামের এক চালক নিহত হয়েছেন।
সোমবার (৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার মাধবখখালি ইউনিয়নের বাজিতে দ্বিতীয়খণ্ড গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল একই গ্রামের হোসেন শরীফের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাল তার অটোরিশার ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ইউপি সদস্য মোল্লা মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মির্জাগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস