জেলা প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৩, ০৪:১৭ পিএম
নওগাঁর সাপাহারে ট্রাকের চাপায় আলামিন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার ধাতালপাড়া বরেন্দ্র অ্যাগ্রো পার্কের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন উপজেলার পাতাড়ী ইউনিয়নের শিমুলডাঙ্গ রামাশ্র গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়- সাপাহার উপজেলার উমইল গ্রামের মজিদ নামে এক ব্যক্তির কাছ থেকে বৃহস্পতিবার বিকেলে ভাড়ায় ৫০০ টাকায় পালসার মোটরসাইকেল নেয় আলামিন। শুক্রবার দুপুরে জেলার পত্নীতলা উপজেলার নজিপুর বাজার থেকে সাপাহারের উদ্দেশে রওনা দেন তিনি। পথিমধ্যে ধাতালপাড়া বরেন্দ্র অ্যাগ্রো পার্কের পাশে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে চাকার নিচে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তার করা হয়েছে।
প্রতিনিধি/এসএস