images

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কল্যাণ ট্রাস্টের চেক পেলেন ১৮ সাংবাদিক

জেলা প্রতিনিধি

০৬ অক্টোবর ২০২৩, ০৮:২৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক সহায়তার চেক পেলেন ১৮ জন সাংবাদিক। এরমধ্যে ৫ জন পেলেন বিশেষ আর্থিক সহায়তা এবং ১৩ জন পেলেন করোনাকালীন আর্থিক সহায়তা। 

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সন্ধায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যাগে সংগঠনের কার্যালয়ে চেকগুলো বিতরণ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান কাউছার। 

স্বাগত বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির হোসেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা।

জেলা প্রশাসক মো. শাহগীর আলম বলেন, আমি সকল ভালো কাজের সঙ্গে আছি এবং থাকব। সাংবাদিকরা যা সত্য তাই লিখুক, আমার বিরুদ্ধে গেলেও আমার আপত্তি থাকবে না। আমার পক্ষে যা যা সম্ভব সাংবাদিকদের জন্য, আমি তাই করতে চেষ্টা করব।

প্রতিনিধি/এইচই