images

সারাদেশ

ফেনীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত

জেলা প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৩, ১০:৩৫ পিএম

ফেনীর সোনাগাজীতে সড়ক দুর্ঘটনায় আবদুল কাইয়ুম (৩৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাতে উপজেলার ডাকবাংলা এলাকায় তাকে আরোহী মোটরসাইকেলে বাসচাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিক তার মরদেহটি উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

নিহত কাইয়ুম সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের জমাদার বাজার এলাকার হোসেন কন্ট্রাক্টরের ছেলে। তিনি ছাগলনাইয়া উপজেলার একটি আবাসিক মাদ্রাসায় শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন। 

প্রত্যক্ষদর্শিরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর কাইয়ুম  মোটরসাইকেল যোগে ফেনী-সেনাগাজী সড়ক হয়ে ফেনীর দিকে আসছিলেন। এসময় তিনি ডাক বাংলা এলাকায় পৌঁছলে একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেল চাপা দেয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার এসআই মো. মাহবুব আলম সরকার জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতকবাসটি সনাক্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। 

প্রতিনিধি/ এজে